• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

শোক সংবাদ

বিটিভির জামালপুর প্রতিনিধি মোস্তফা বাবুলের ইন্তেকাল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০২৩

জামালপুর প্রতিনিধিঃ-

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জামালপুর প্রতিনিধি মোস্তফা বাবুল (৬৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত ১২.৫ মিনিটে দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মোস্তফা বাবুরের মৃত্যুর খবর শোনার পর জামালপুরের সাংবাদিক ও সুধী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

মোস্তফা বাবুল গত ৪ নভেম্বর শনিবার জেলার সরিষাবাড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। প্রথমে তাকে জামালপুর ডায়াবেটিক জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হসপিটালে নেয়া হয় ওইদিন রাতেই। দুর্ঘটনায় মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয় এবং কোমরের হাড় ভেঙে যায়। গত রোববার থেকে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। ১২ নভেম্বর রবিবার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হলে সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

প্রবীন সাংবাদিক মোস্তফা বাবুল বিটিভির জেলা প্রতিনিধি, জামালপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের জ্যেষ্ঠ সদস্য ছিলেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি কবিতা, কলাম লেখক হিসেবে সুপরিচিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads